গন্ধহীনা বন্ধ মনে
নাই কোন আনন্দ,
ছন্দ ছাড়া কাব্য বুনে
হতে খানিক শান্ত।

মনের কোণে ঠাসা আছে
হাজার ভালো-মন্দ,
বয়স গোনে জীবন বাঁচায়
অন্ধ এই মন অন্ধ।

আধার-আলোর পৃথিবীতে,
আধার মনের জন্য
নিত্যনতুন দাওয়াত আসে
বিষাদ যেথা অন্ন।

দিন কাটাতে এমন এ মন
বেশ ভালো-অভ্যস্ত
কান্না কিনে ঔষধ ভেবে
হলে খুব অসুস্থ।