আমরা ক‌বে স্বাধীনতা ফি‌রে পা‌বো!
আবার সোনালী প্রান্ত‌রে শান্ত বাতাস
উত্তাপ বু‌কে শীতলতার ছোঁয়া, ছায়া
মমতার উছ‌লে পড়া আবেগ; ফের ক‌বে?

আমা‌দের হৃদয় বেদনায় অ‌গোছা‌লো
ত‌লি‌য়ে যা‌চ্ছি টানা এই বিষণ্ণতায়,
হা‌সি-খু‌শি, আরাম-আয়েশ ভু‌লে গেছি‌—
রা‌ত্রির ঘু‌ম-‌কে হতাশা দখল ক‌রে‌ছে,
শুধু আর্তনাদ, হাহাকার, কান্না, চিৎকার!

আর সইতে পার‌ছে না মাতৃভূ‌মি, আমরা
এমন পরাধীন থে‌কে কী ম‌রে যা‌বো;
আমরা ক‌বে স্বাধীনতা ফি‌রে পা‌বো?