আসুক বিশালতা
আনুক সমঝোতা
উঠে যাক এ প্রথা,
সকল বিষন্নতা।

জাগুক ঘুমন্ত বীর,
উঁচু করে তার শির
ভেঙে বাধার জিঞ্জির
হাতে তরবারি, তীর।

উঠুক স্লোগান আবার,
‘বিজয় মানবতার’
কেটে বিভেদের তার
জাল ছড়াক মমতার।

বিষ তবে দুধ হবে
সব বিষাদ দূর হবে,
ভীষণ আধার ভবে
আলো জ্বলবে আবার।