আম্মা হাস‌লে খু‌শি হ‌য়ে
মনটা খু‌শি হ‌য়ে যায়
তাঁর হা‌সি‌তে ধরা হা‌সে,
ফু‌ল'র মধুর হা‌সি পায়।

হে‌সে হে‌সে বল‌লে 'খোকা'
খু‌শি দ্বিগুন বে‌ড়ে যায়,
মা‌য়ের মু‌খে চে‌য়ে আমার
দুঃখ ম‌নের ঝ‌রে যায়।

আমার মা‌য়ের মি‌ষ্টি হা‌সি
সু‌খের বার্তা দি‌য়ে যায়,
দুখী মা‌য়ের মু‌খের মা‌ঝে
সদা হা‌সি দেখ‌তে চাই।