নীল-সাদা আকাশে সাদা কালো ছেপে দিতে নেই
ব্যাথা'দের অজুহাতে অভিযোগ ছুড়ে দিতে নেই
অসহায়, নিষ্পাপ এই মস্তিষ্কে সব বুঝে নিতে নেই
কান্নায় ভেঙে প‌ড়ে- মৃদু হাসি ভুলে যেতে নেই
কোমল মনকে কভু নিস্তেজ এক পাথর বানাতে নেই
আঘাতের রক্তে নিজের মন'কে ডুবিয়ে ফেলতে নেই
অন্ধ প্রেম'র বোতল মুখে নিয়ে মাতাল হতে নেই
ঘোর অভাবের কষাঘাতে সন্তুষ্টি হারাতে নেই;
ফুলে ভরা জীবন'র- পাতা থেকে ঘ্রাণ নিতে নেই!
অনিশ্চিত আগামী খুঁজে শুধু হতাশ হতে নেই।