জ‌ড়ো হ‌তে হ‌তে শু‌নি স্লোগান শুরু,
হুংকার ছে‌ড়ে-উত্তপ্ত প‌রি‌বেশ, বাতাস—
মুহূ‌র্তে পা‌ল্টে গেল শহ‌রের গ‌তি।
মু‌ষ্ঠি বাধা হাত তু‌লে তু‌লে প্র‌তিবাদ
রক্ত উষ্ণ হ‌য়ে টগবগ কর‌ছে তখন,
সিনা ফুলতে ফুল‌তে আঁকা‌শ ছোয়ার ম‌তো!
বাকি সবাই চে‌য়ে আছে মি‌ছিল জু‌ড়ে;
যেন একদল বাঘ ক্ষে‌পে ছু‌টে চল‌ছে আজ—
রাজপথ কাঁপা‌তে কাঁপাতে তারা চল‌ছে
আজ দাবী আদায় ক‌রে'ই ঘ‌রে ফির‌বে।