রাখাল চাচার অতি আপন
তার লাল রঙ্গের গাভীটা,
তার পিছে তাই কাটিয়ে দেন
নিজের দিনের পুরোটা।

বস্তা ভরে ঘাস এনে দেন
রোজ সকালে তিনি—
সন্ধ্যা হলে ভুসি দিবেন
সাথে দিবেন পানি।

"আজকে ভীষণ রোদ পড়েছে!
জলদি করে খেয়ে নাও—"
মাঠে নিয়ে বলছেন এমনই,
"ওগো আমায় মুক্তি দাও।"

এমন করে গল্প করেন
গাভীর সাথে কত বার!
রাখাল চাচার দুঃখ যত
বুঝলো কী সে তা একবার!