স্বাধ‌ীনতার নেশায় সম্পূর্ণ মাতাল প্রাণ;
গ‌র্জে উঠে-লাফ মে‌রে-ভাঙ্গ‌ছে বু‌কের ঘর
সীমা ছা‌ড়ি‌য়ে ছু‌টে যে‌তে চা‌য় দূ‌রে
‌নিয়ম, শৃঙ্খলা এসব বা‌সি ম‌নে হয়!
হজম হ‌তে চায় না, প্রাণ এসব মান‌ছে না—
বিনয়ী স্বভা‌বে পরাধীনতা ঢে‌কে রাখা
আমার প্রাণ এস‌বের‌ তোয়াক্কা ক‌রে না,
শুধু মু‌ক্তি চায়; স্বাধীনতার পু‌রো স্বাদ
এই তীব্র নেশা কা‌টি‌য়ে উঠা যা‌য় না,
মাতাল‌কে সহ্য কর‌তে হয় এই যন্ত্রনা।