স্বৈরাচারীর শিরায় শিরায় বিষাক্ত বিষ,
বর্জে পড়া বীজের থেকে বেড়ে ওঠা—
অনাকাঙ্খিত শক্ত ভাতের ধানের শীষ।
স্বৈরাচারী শোষণ কাজে ব্যস্ত থাকে,
অত্যাচারে সত্য কথা ঢেকে রাখে,
খুনের নেশায় রক্ত ঝরায়, রক্ত মাখে।

স্বৈরাচারী মানুষ রূপী ইবলিস শয়তান
কুমন্ত্রণা, কুকর্মে শান্তি খুঁজে পায়—
নিপিড়ীত জনপদে সুখের গান গায়।
স্বৈরাচারী শত্রু সবার, দুখ-কান্না, রাগ
নিষ্পাপ লোকের বুকে আঁকে হারানোর দাগ
স্বৈরাচারী বন্য, জনপদ ছেড়ে যাক!