বন্ধুরূপী শিক্ষক আমার
অ‌নেক ভা‌লো লা‌গে,
তা‌কে দে‌খে ম‌নের ভেতর
শ্রদ্ধা সদা জা‌গে।

অঙ্ক-ইং‌লিশ বড়ই সহজ,
আমায় তি‌নি ব‌লেন—
ভীতি দূ‌রে ঠে‌লে সাহস
আমার ম‌নে জ্বা‌লেন।

পড়‌তে হ‌বে মানুষ হ‌তে
পে‌তে মহৎ জীবন,
‌শিক্ষক আমার জ্ঞা‌নের শ‌ক্তি
ম‌নের ভীষণ আপন।