রাত বে‌ড়ে‌ছে? বাড়‌তে দাও,
ভ‌য়ের কথা ভু‌লে'ই যাও—
শপথ হোক দৃঢ় ম‌নে;
ক‌ঠিন আধার! -ভাঙ‌বো তাও।

সূর্য ফের গগন জু‌ড়ে
উঠ‌বে এক মুক্ত ভো‌রে,
নিরাশ ন‌হে, শক্ত হও;
দিন আস‌বে তোমার ত‌রে।