আমরা কাটি কসম আমা‌দের মালিকের,
কোরআনে মালিক কাটলেন সময়ের!

আমরা নাকি ক্ষতির মাঝে সকলে!
নিরাশ হয়োও না! বললেন,
সত্য মানিয়া সততা দেখায় যে
ভালো মানুষ সে, ভালো কথা বলে
সবর করো সবর! সান্ত্বনা দেয় সে।

এমন করে মালিক তার নির্দেশ দিলেন,
সততা, সবর আর সত্য শিখালেন।