হে মহান ঈশ্বর,
মানব জাতির স্বাধীনতায় তুমি আরোপ করোনি কর!
দিয়েছো স্বাধীন চিন্তা চেতনা, দিয়াছো স্বাধীন দেহ
মনুষ্য সকল শ্রেষ্ঠ হলেও, পশু হতে অধম কেহ
তোমায় ছেড়ে আঁকড়ে ধরিয়াছে দিন দুনিয়ার মোহ
এরাই বলে, "হে খোদা, কাঙালের কষ্ট কেমনে সহ?"


তবে শোন হে স্বার্থ লোভী জাতি,
ঈশ্বর দিলেন আলো-বাতাস, জলরাশি, প্রভাতি
আরো দিলেন, খাদ্য, সম্পদ, বিবেক ইত্যাদি
বিবেকের অপব্যবহারে আপন স্বার্থ সিদ্ধিকরনে
হয়ে উঠলে হিংস্র; অন্যের কথা রাখিলে না স্বরনে।
সম্পদ লোভে হাতে তুলিয়া নিলে হাতিয়ার
করিলে আক্রমন একে অপরের উপর
পথি মধ্যে পদ দলিত হলো খেটে খাওয়া শ্রমিকেরা
এভাবে নিজেদের ভাগ্য গড়ে তুলিলে নিজেরা
ভুলে গিয়ে শান্তি সমতার ধর্ম হয়ে গেলে হায়েনা।


নিজেদের যাঁতাকলে পড়ে ঈশ্বর কে দাও দোষ?
যিনি সৃজিলেন তোমার শরীরের প্রতিটি কোষ,
তোমাদের অকৃতজ্ঞতার পরেও বন্ধ করেনি বাতাস
যাতে তুমি প্রাণ ভরে নিতে পারো শ্বাস।


এরপরেও কি কৃতজ্ঞতা স্বীকার করা বড় দায়?
সবশেষে সকল ই তার দিকে ফিরিয়া যায়।