আগমনী বার্তায় মন স্বপনে দেখে
শোনা যায় গান নরক কানন থেকে,
নরকের আগুনে বাষ্প হওয়া মেঘে
নব মনে যবে আবেগীয় রোদ ঢেকে।


বাসনার সেই নদীর তীরে বৃষ্টি ঝরে
বাসনা বিলাশ সব ধুয়ে গেলো চলে,
নদী স্রোত বাসনা ভাসিয়ে হারালো
অসীমের পানে, তীরে সে দাঁড়ানো।


স্বপ্নহারা সে পথিক ফিরতে গিয়ে
বিলীন স্বপ্ন বারে বার দেখে ফিরে,
মনে রেখে এক সাগর চাপা ঢেউ
জীবন্ত কবর বয়ে  বেড়ায় কেউ ।


শেষমেশ প্রকৃতি এ নাটকীয়তায়
বাঁধ সাধলো দেখতে কষ্ট ডানায়,
অন্ধকার কুঠুরীতে নিয়ে আলো
এক অপ্সরী দেবী জীবনে এলো।


ঝাঁঝালো অন্ধকারে তীব্র আলোতে
চোখ হয়ে গেলো অন্ধ!    
কুঠুরির দরজা ও বন্ধ,
মৃত নাকি বেঁচে আছে কেউ ভেতরে?