প্রেম প্রীতি আর ভালোবাসা,
সবই যেন এক সর্বনাশা॥
মানুষ নামের জীবন্ত প্রাণী,
পুষে রাখে মনে করে ফুলদানী॥
বোঝেনা তো সে করে ভুল,
এ যে ব্যাথার কাটাঁয় ভরা ফুল॥
কাছে এসে হাত বাড়িয়ে,
চুষে নেয় সব কাড়িয়ে॥
এ যেন রক্ত চোষা ভ্যাম্পায়ার,
জীবননাশ করতে আসে সবার॥
লোভের বসে বাড়িয়ে হাত,
করে যায় সৎ কে কুপোকাত॥
তবুও সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ,
এরই পাল্লায় পড়ে হারায় হুশঁ॥
কেউ বলে প্রেম জীবনে অমর,
মৃত্যুর পরে কে রাখে তার খবর॥
জনম ভরে শুধু কাদাঁবে,
সুখ নিয়ে দুঃখ দিয়ে হারাবে॥
স্বপ্ন দেখাবে স্বপ্ন দেখবে হবেনা শেষ,
পাবেনা তাতে মুক্তি পেকে যাবে কেশ॥
সময় নষ্ট হবে বৃথা খরচ টাকা,
আচমকা দেখবে কপালটা ফাঁকা॥
ভুল করে গেথোঁনা প্রেমের স্মৃতি,
প্রেম প্রীতি ভালোবাসার এমনই রীতি॥