মাঝি, শুনছো কি?
দূরের ঐ কূলভাঙ্গা আর্তনাদ "
যেখানে মিশে আছে শুধু স্বপ্নের ছায়া
সেই সপ্নে ডুবে গেছে কৃষান ছেলের আশা"
মাঝি, তুমি দেখছো কি?
দু:খিনী মায়ের কান্না
বুকভরা আশার মেলা"
মাঝি, তুমি সব পারো
দাওনা সেই মায়ের মুখে আলো
যেখানে মিশেছে সেই ছেলেটির সপ্ন!
মাঝি, তুমি থেমে নেই
থেমে আছে কৃষান ছেলের দূরন্তপণা
বাতাসে ভেসে বেড়ানো ঘুড়ির মতোন!
মাঝি, তুমি এখনো দেখনি?
রংধনুর মাঝে চমকে উঠা সেই লাল
যে লাল শুকাবে না কোনদিন কোনকাল"