ইট পাথরের
বিশাল অট্টালিকা!
শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল ঘরে
বিলাসিতার জোরে গা ভাসিয়ে
দিন পার করে রাজকীয় ভাবে
এই বিলাসি মন কি খবর রাখে?
বিলাসিতার বিপরীতে আটকে থাকা জগত আছে
দু'বেলা অন্ন জোগাতে,
রক্ত মাংস জেগে উঠে
অনাহারে কষ্টে জিবনের ঘানি টানে
বিলাসিতা চেনার একটুকুও ঠাঁই নেই
বা হাতে কফি ডান হাতে সিগারেটের ঝুড়ি
একদিনের হাত খরচ
বিপরীতে চলে যায় এক সপ্তাহ দিন পার
একদিনের বিলাস জিবন চালায় তারা পুরো মাস
বিবেক আচ্ছন্ন ঘুমে
মনের উদারতাকে ঘুমের মাঝে ফেলে
নিজ ভুবনেই ডুবে থাকে দিনরাত