প্রবাসীরা সোনার মানুষ
বড়ই কষ্টে করে কাজ
রোদে পুরে ঘাম ঝড়িয়ে
নিরব দিন রাত
সবার তরে জিবনটা তার পার করে দেয় কাজে
হাসি মুখে লড়াই করে দুঃখ ব্যাথার মাঝে
প্রতারনার জাল বিছানো তারই চারিদিকে
দেশে আছে মা বাবা ভাই বোন
চোখের জ্বলে ভাসে
অসুস্থ মা চিকিৎসাহীন, পকেট খালি বাবার
বেকার বসা খালি পকেট জির্ণ দশা আমার
রক্তগুলো পানি হয়ে ঘাম হয়ে যায় ঝরে
আগুন গরম সয়েও তারা তবুও কাজ করে
প্রবাসীদের ঘামের টাকায় সচল দেশের চাকা
কিন্তুু দেখো তাদের মনে দুঃখের নকশী কাঁথা
আগুন গরম রক্ত পানি
প্রতারনার শেষে
সবার তরে যায় বিলিয়ে
নিজের স্বপ্ন রেখে