বিলের ধারে শাপলাগুলো আজও ফুটে আছে
পাখিগুলো ঠিক আগের মতো কিচিরমিচির করে ডাকে
মেঘলা আকাশ মেঘলা হয়েই কি আছে?
কখন আবার ঠিক আগের মতো রঙ ছড়াবে"
হয়তো কখনো পাব না ফিরে
দেখতে পাব কিনা সেই মিষ্টি হাসি
তবুও খুজঁছি অজানা কোন মায়ায়"
অচেনা পাখি কেন আমার কাছে এসে পড়ে
আকাশটা কেনো অঝোর ধারায় কাদেঁ"
এমন সময় গৃহ কোণে
থাকতে চায় না মন!
আমি যদি কাঁদতে থাকি
লাগবে তোমার কেমন?
জোৎস্না রাতে কিছু সময় বসে থেকে
ভাবি তোমার কথা
সারাদিন খুঁজে খুঁজে অচীন মনপুরা"
সুখ পাখিটা স্বপ্নে এসে দেয় যখন নাড়া
মন তখন ঢেউয়ের তালে জেগেছি সকালবেলা"