নদীর ধারে
আপন মনে
যাচ্ছি চলে
মাছের সাথে"
কৃষক, জেলে,তাঁতি
তাদের ডাকে না গিয়ে কি পাড়ি?
রহিম কাজি পড়ে গিয়ে পা দুটো তার আধভাঙ্গা বিলে
শাপলা তুলে যাচ্ছি যখন, পড়ছে মনে ঠিক তখন'
হঠাৎ দেখি স্বপন মিয়া তাকে নিয়ে করছে খেলা
স্বপন মিয়া
কবিরাজ বলে
সবাই তাকে
অনেকেই তাকে নিয়ে মজা করে"
কেউবা উপহাসে মেতে
তবুও পথ চলে নেইকো থেমে"