আজ মানবতা কেনো গুহায়
মানবের খাতায় কেনো লুকায়?
রুপের মাধুর্যে চাহিয়া
মানবতা কেমনে ভুলিয়া
ঘুরপাক অবিরাম এ দুনিয়ায়"
সত্যকে সত্য জেনে
কেনো মিথ্যার মুখোস না খুলে
মানবতার খাচাঁয় বন্দি শিকলঘর"
তাহলে,কেনো বলো তুমি মানবপ্রেমিক
মানবতার দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো সৈনিক"
তুমি মানবপ্রেমিক
কেনো আজ বিধবা নারী প্রানখুলে কথা বলে না
রাস্তায় দাড়িয়ে থাকা শিশুটি বসে থাকে না"
আসলে তুমি মুখে মুখে মানবপ্রেমিক
ভেসে যাওয়া মেঘের মতো