আজ দাড়িয়ে আছি হাজারো পথিকের ভীড়ে
নিজেকে বিলিয়ে দিয়েছি "
পথের মাঝে পেলাম খুঁজে একটুখানি গাছের ছায়া
বসে রইলাম ছায়াকর বৃক্ষে "
মন চায় পাখির মতো গান গিয়ে
ছুটে চলে যাই শহর থেকে পালিয়ে"
চিরচেনা সবুজ গ্রামে,মাগো পথ চেয়ে আছে
খোকা আসছে এই ভেবে ভেবে
মাগো আমার কষ্টে বুক যায় ফেটে"
আজ হঠাৎ বেশি মনে হলো তোমায়
তাইতো সবকিছু গুছিয়ে, রওয়ানা দিবো
মাগো আমি তোমার কোলে ফিরে আসবো"
এমন সময় শহরের কঠিন বাতাসে
  গুছিয়ে নেওয়া সব আগের মতোই রেখে
পথ চলেছি যুদ্ধের মতো"
মন চায় এমন কঠিন বাতাস থেকে বেরিয়ে পড়ি
মা বাবা ভাই বোন আছে তাইতো এখনো আটকে আছি"