সবুজ ক্ষেতের আল ছাড়িয়ে,
ঘুম জড়ানো রোদ।
কুয়াশা ঢাকা শাখায় গড়ে,
ক্লান্ত প্রতিরোধ।
হিম হাওয়াটা প্রাণ কাঁপিয়ে,
জানিয়ে দিয়ে যায়।
চুপটি করে শীত এসেছে,
ষোড়শী বাংলায়।
মটরশুঁটির ক্ষেতসহ ঐ,
আমলকিটার বন।
সবকিছুতেই ঝাঁপসা হাওয়ার,
চপল বিচরণ।
রোদ পিঠে ঐ বারান্দাতে,
চড়ুই পাখির ডাক।
শীতের পিঠার মিষ্টি ঘ্রাণে,
তটস্থ নির্বাক।