একটি মানুষ আমার থাকুক।
যার সাথে খুব রাগতে পারি,
বকতে পারি অগ্নিবানে।
যে বুঝে ঠিক অভিমানে,
ঠোঁট ফুলানো,
চোখ রাঙানোর সকল মানে।
কান্না এলে যার বুকেতে,
মুখ লুকিয়ে কাঁদতে পারি।
ঘুম না এলে সমস্ত রাত,
সঙ্গে নিয়ে জাগতে পারি।
ভয় পেলে ঠিক হাতটি যেন,
অনায়াসে ধরতে পাির।
ঝগড়াঝাটি, খুনসুটিতে,
সারাটিক্ষন মাততে পারি।
যার সাথে রোজ অভিমানে,
না খেয়ে খুব থাকতে পারি।
কাঁদাতে পারি, হাসাতে পারি
অনেক ভালো বাসাতে পারি।
যার হাতে হাত রাখলে পড়ে,
এই পৃথিবী ছাড়তে পারি।
অপূর্ণতা দুঃখ ও শোক,
অনায়াসে ভুলতে পারি।