যখন বিকেল কনে দেখার সাঁজ,
চুপটি করে এসো দুপুর রাজ।
লুঠিয়ে পিঠে আকুল এলোচুল,
সম্মুখেতে ঠিক দাঁড়াব ঠায়।
বুনো হাওয়ার মাতম নেবে পিছু,
লাল পাড়ের এই শুভ্র আঁচলটায়।
তোমায় ছুঁয়ে আলতো অনুরাগ,
আমার প্রহর ভাঙবে অভিমান।
অনুভবে সমস্তটুক নিয়ে,
ওঠবে জেগে ঘুমন্ত এই প্রাণ।
ভালবাসা পড়বে খসে খসে,
দুহাত ভরে কুড়িয়ে নেব দুজন।
বিকেল ছায়ায় প্রজাপতির মেলায়,
শুনবো আরো হলদে পাখির কূজন।
শুনছো, দুপুররাজ?
ভুল করে আজ আসই যদি,
কনে দেখার সাঁজে।
আসব আমিও সঞ্চিত স্বলাজে।