আলতো করে দাগ টানি যেই চোখে,
সবাই বলে কাজল মেয়ে
কাজল দিলি চোখে?
কেউ বুঝেনা নেপথ্যে তার,
কিসের প্রলোভন।
কার চাহনির মিঠেল ছোঁয়ায়
রাঙলো আমার মন।
সেও কি জানে? তাকে ভেবেই,
আয়নাতে চোখ রাখা।
ডাগর চোখে স্বপ্ন বুনে,
অপেক্ষাতে থাকা।
তাকে ভেবেই তার প্রিয় রঙ,
শাড়ির ভাঁজে রাখি।
আলতা চুড়ির কল্প কথায়,
বিভোর হয়ে থাকি।
কেউ না বুঝুক, কেবল তুমি
তুমিই যদি বুঝো!
নরম চোখের দৃষ্টি নিয়ে,
একটু আমায় খুঁজো!
আর কিছুনা, এইটুকু চাই,
এইটুকু সুখ দিও।
আলতো হাতের বাঁধন বেঁধে,
কাছেই টেনে নিও।