আচমকা এই বৃষ্টি ছুঁয়ে দেখি,
তোমার দেহের স্পর্শ লেগে আছে!
লাজুক হেসে পিছিয়ে গেলাম যেই,
দুহাত ধরে টেনেই নিলে কাছে।
আদর চোখে যখন তুমি তাকাও,
বজ্রপাতও শব্দ করে হাসে।
আমার তখন রক্তে যে তোলপাড়,
নিঃশ্বাসও প্রায় বন্ধ হয়ে আসে!
তুমি এমন পাগল কেন বলো?
আর কতকাল অবুঝ হয়ে রবে!
ঠোঁটের কাছে আর যদিগো এগোও,
আমি কিন্তু পালিয়ে যাব তবে।
কে বলেছে হারিয়ে গেছো তুমি!
এই যে আছো ভেজা চোখের মায়ায়।
হাঁটছি আমি মেঘ কি'বা রোদ্দুরে,
তুমিও আছো আমার ছায়ায়  ছায়ায়।