মনের মাঝে ঝড় বইছে,
মনে হয় বোটা ছিড়ে কষ ঝড়ছে।
এক পলকে চেয়ে থাকি, কই? এখন তো কেউ আসে না,
সান্তনার ডালি নিয়ে, বলেনা, তুমি আর কেঁদো না।
গন্ড দেশ বেয়ে জল টস-টস করে ঝরে ,
আমি যে বিপদে, দিয়ে যা সমাধা করে।
এখন আর কেহ বলেনা।
সেই যে ভোর বিহনে খেয়েছিনু বিকেল গড়ে যায়,
তবুও ছাড়ে না তুমি যে আশয় দিয়ে যাবে রায়।
আমার শক্তি ফুড়িয়ে এখন হয়েছে সন্ধ্যা বেলা,
কোন সাথীদের দেখা মেলে না সাঙ্গ হয়েছে খেলা।
স্মৃতির পাতায় জমানো বরফ গলিত হচ্ছে আজ,
কোথায় রাখিলাম সে সব রাজ্য কোথায় গেল তাজ।
জীবন সায়াহ্নে মৃত্যু দুয়ারে দু-চোখে অন্ধকার,
একটু আলো কে দিবে মোরে, কে নিবে মোর ভার।
আমিতো গেয়েছি সারাটি জীবন, সুখের লাগিয়া বীন,
চুন কালি মুখে মুক্তা ঝড়িয়ে পাড়ি দিয়েছি দিন।
সেসব কথা মুছে ফেলে তাই তোমার করুনায় ঠাই,
অবারিত তোমার রহম ধারায় খুদি যেন খুঁজে পায়।