তবুও মনে রেখো,
অন্তরে যদিওবা পিছুটান,
ভিতরটা প্রকাশ করিও,
সেটা চাও কি না,
তবে এতটা অশ্রুসজল চোখে,
মিয়ম্রান মুখটা আর দেখাতে চাই না ।
মনে রেখো,
কেউ কষ্টের ভাগ নিতে আসলে,
কষ্ট নয় সুখে ভরে দিতে হয় ।
নিদ্রাহীন এ আমার চোখদুটো,
-মনে রেখো ।
অতৃপ্ত কল্পনায় আর সঙ্গী করার প্রয়োজন নেই,
অধিকৃত করতে চাই না,
করুণার পাত্রও হতে চাই না !
মনে রেখো-
তুমিও জ্বলবে তোমার সৃষ্টি করা অগ্নিতে,
ভস্ম হতে চাইলেই পারবেনা,
আভিমান,রাগ
আর কাজ করবে না !
মনে রেখো তবে-
পাথর কখনও কোমল হয়না,
তার বোঝা এই আমি তাহলে কি হব ?