এ কেমন চাহনি তোমার,
সেই কখন থেকে দাড়িয়ে আছি?
চুপচাপ, কোনো কথা নেই একা একা !
এরকম সময় বেশ অস্বস্থি লাগে,
কিন্তু কি আর করার,
বৃষ্টি পড়ছে টুপটাপ !
তখনই একটা প্রশ্ন,
ঘুরপাক খাচ্ছিল মনের ভিতর !
আচ্ছা, বৃষ্টি কেন হয় বলতে পার ?
পারবে কি না জানি না !
তবে হৃদয়ের ভেতর জমে থাকা,
টুকরো কিছু বেদনা,
যখন কড়া নাড়ে,
দূর থেকে বিষবাষ্প এসে,
আমার আকাশটা ছেয়ে যায়,
তারপর হয়তো তীব্র বর্ষণ,
কিন্তু তাতেও তোমার নিষেধ আছে,
মেঘগুলো জমে পাথর হয়ে যায় ।
একা নির্জনে অবহেলিত হয়ে পড়ে থাকে,
তবুও একটু বোঝার চেষ্টা করো না,
একটুকুও না !
আমি জানি,
চিরকাল আমায় হয়ত এভাবেই থাকতে হবে,
কত গ্রীষ্ম,বর্ষা,শীত,
পার হয়ে যাবে,
আমার অস্তিত্বের কোন শেষ স্মৃতিও,
আর জ্বলে উঠবে না,
তারপর হয়তো বা,
আমি দেবদাস হব,
আর তুমি পার্বতী ।