তুমি যদি বল, "নিজেকে সংযত রেখে,
ইসলাম ও ন্যায় পথে চলতে হবে।
জীবনকে উজ্জল করে গড়তে হবে।"
তা আমি দিব্যি পারব দাড়াব না রুখে।
কিন্তু যদি বল আমাতে বিক্ষণ রেখে,
"তোমাকে অত্যাধিক সুন্দর হতে হবে।
সুঠাম দেহের অধিকারী হতে হবে।"
"তা আমি পারব না", ধ্বনিত হবে মুখে।


আমি অনেক কিছু জয় করতে পারি।
সৃজনী চেতনা ঠাসা আমার মাথায়।
কিন্তু নিজেকে কি বিকৃত করতে পারি?
যা পেয়েছি সেটাও স্রষ্টার করুনায়।
আমি নিজে যা তাতেই তৃপ্ত নয় ক্ষিপ্ত।
তার তরে করি শুকরিয়া ও প্রভুত্ব।