পেশা তো নয় আপনার নেশা,
বরং নেশাটায় হয়ে গেছে পেশা।
ছুটছেন সর্বদায় নেশার পিছু;
সিগারেট, মদ, ফেনসিডিল কিংবা গাঁজা;
নির্বিগ্নে খাচ্ছেন, নাহি পাচ্ছেন উপযুক্ত সাঁজা।
আপনার খাবার জন্য মুখ আছে,
কেনার জন্য টাকাও আছে।
তো ভালকথা; কিনুন, খান।
তাই বলে মাদক দ্রব্য খেতে হবে কেন?
যেটা মানুষদের অগোচোরে খেতে হয়;
যার জন্য আপনাকে প্রশাসন খুঁজে বেরায়।
সেই মাদকের প্রতি এত আকুতি কেন?
কেনইবা এর প্রতি এত টান!
আপনি কখনও ভেবে দেখেছেন,
এর কুফল কতগুলো দিকে বিদ্যমান?
বিভিন্ন ব্যাধিতে সহজেই আক্রান্ত হতে পারেন।
হৃদরোগ ও ক্যান্সার তার জলন্ত প্রমান।
স্মৃতিশক্তি লোপ ও সাময়িক উদ্বিগ্নতায় পতিত হবেন।
ফলে সবার কাছে হতে থাকবেন লাঞ্চিত আর অপমান।
শুধু এখানেই শেষ নয়;
আপনি নেশা করবেন যত বেশী,
আপনার কাছ থেকে আপনজনেরা চলে যাবে ততো বেশী।
চলে যেতে যেতে একসময়,
হিরোসিমা আর নাগাসির মত হয়ে যাবেন শুধু একা।
যেখানে পরমানু বিষ্ফোরনের ফলে,
আজও মানুষকে বাস করতে যায়নি দেখা।


আবারও ভাবুন;
চারপাশটা দেখুন।
আনন্দ আহরনের জন্য পৃথিবীতে কত কিছুই না আছে।
যেগুলো আত্মমর্যাদার কথা বলে;
সত্যের পথে চলে।
একটা আনন্দ-অনুভুতি রয়েছে, প্রকৃতি বিচরনের মাঝেও;
যেটা উপলদ্ধি করেননি হয়ত আপনি এখনও।
তাই আসুন, নেতিবাচকের দিক ছেড়ে দেই।
ইতিবাচকের দিক হাতিয়ে নেই।
নেশামুক্ত পথে চলি;
জীবনটাকে সুন্দর ভাবে সাঁজিয়ে তুলি।