অধরার কিছুটা সময় বিষণ্ণ কেন মন?
সমান তালে, ছন্দময়ে জীবন কি চলে সারাক্ষন?
প্রতিদিন রৌদ্রজ্জলের মাঝেও হঠাৎ কোনদিন মেঘে আচ্ছন্ন।
কখনো আবার ঝড়ের প্রাবাল্যতে কতকিছুই না ভেংগে হয় বিপন্ন।
এই বিশাল মহাজগতের কত সুন্দর সাবলীল নিয়ম!
তবুও তাতে কিছুটা সময় প্রভাব ফেলে ব্যতিক্রম।
তবে কেন ভরাডুবি ভাবিস তুই বল।
তড়িৎবেগে মুছিয়ে ফেল চোঁখের কোণের জল।
আজকে হয়ত একটু পিছিয়ে, তা তো ভেংগে পরার বিষয় নয়।
আগামীদিনে দেখবি তুই হাজার রংগের জয়।
যা হয়ত এখন নেই প্রত্যাশার পরিধির পরিবদ্ধ।
আর তখন দেখবি, শুধু সাফল্যের তারণে মহাজগৎ মহা-মুগ্ধ।