আজ থেকে এক যুগ আগেও, এখনকার মতই- একটা গহীন অরণ্যে হারিয়ে যেতে চাইতাম...
এখনো চাই, পৃথিবীর গহীনতম অরণ্য তার মায়াজালে বিদ্ধ করুক, আপাদমস্তক গ্রাস করে নিক আমাকে...
কিন্তু অরণ্য না, আমাকে গ্রাস করেছে একটা সমুদ্র। অতল, অসীম আর অনিশ্চয়তার অনুভূতিগুলো যেখানে কেউ কারো কাছে হারে না...
আমি ডুবি, পরাজিত হই প্রতিদিন। গভীরতার প্রতিটি ধাক্কায় গুনতে শিখি গহীন হিসাবের নতুন নতুন নামতা...
এক সময় ভয় হতো, অসীম গভীরে ওৎ পেতে থাকা গাঢ় অন্ধকারের ভয়।
এখন আর হয় না, আসলে এখন আর কিছুই হয় না। একটা অপেক্ষার অস্তিত্ব আর এই ডুবে যাওয়া ছাড়া যেন আর কিছু নেই...অসীম গভীরতার এই অতলান্তিক সমুদ্রের তলদেশ ছোঁয়ার অপেক্ষাটা বেঁচে আছে কিভাবে কে জানে...!!
মাঝে মাঝে খুব ইচ্ছে করে, একটা আলো ঝলমলে বিকেলে, ধূলোর ঘূর্ণি উড়িয়ে খালিপায়ে দৌড়ে পেরবো একটা তেপান্তরের মাঠ। যখন থামবো, তখন আমার ধূলোমাখা পা ভিজিয়ে দেবে শেষ-জোয়ারের ঢেউ, পাখিগুলো সব নীড়ে ফিরে যাবে, রক্তিম গোধুলীটাকে ছুটি দিয়ে দেব তখন...