ধূসর শুকনো এই শহুরে পিচের পথটা কি শেষ হবে
নির্জন কোন অরণ্যের গহীনে?
সুদীর্ঘ এ পথের শেষটা কি এনে দেবে
এক টুকরো প্রশান্তির দমকা শীতল হাওয়া?
আবারো কি এই দানবীয় তৃষ্ণার সাথে দেখা হবে
কোন নিরব দিঘীর স্বচ্ছ টলটলে জলের?
পাবো কি এমন কোন অতিন্দ্রীয় দৃশ্যের দেখা-
যার কাব্যিক উপস্থিতি, ততক্ষণাৎ ছিড়ে দেবে
আমার পিছুটানের শক্ত সুতোগুলো?


আমি আশাবাদী। দিগন্ত ছোঁয়া কালো বৃক্ষের মিছিল সবুজে বদলে গিয়ে,
আমার আশার বেলুনকে আরো ফুলে-ফেঁপে উঠতে প্ররোচিত করে...
আমিও ঝেড়ে ফেলি প্রাগৈতিহাসিক শঙ্কার ভারী চাদরটাকে...
অভিনন্দনের সুগন্ধী মালা সানন্দে গলায় ঝুলিয়ে প্রস্তুত আমি...


দীর্ঘ সে অক্লান্ত পথের শেষ-
আমার বিমুগ্ধ চোখজোড়াকে কিছুতেই ফিরিয়ে নিতে দেবে না...
ক্রমশঃ ঝাপসা হবে গায়ের সাথে লেপ্টে থাকা শহুরে চাহিদার দল...
অসার শরীরের একটু আগের সেই ক্লান্তিকর বিষাক্ততা
এক সময় আর অণুবীক্ষণ যন্ত্রেও ধরা পড়বে না...