যে অমাবস্যায় নিশাচর নীলকন্ঠীর চোখে
মাঝরাতেই ভর করবে কুম্ভকর্ণের ঘুম
যেদিন সাদা মেঘগুলোই অঝরে ঝরাবে তুমুল শিলাবৃষ্টি
যে ঘোর সন্ধ্যায় দুরন্ত চিতার ধারালো থাবা ফস্কে
পালিয়ে যাবে মায়া হরিণের দল
যেই বৈশাখে টোকাই শিশুর পান্তার থালায়
লুটোপুটি খাবে আস্ত ভাজা ইলিশ
যে শুভ দিনে রাজপথে কোন ভেঁপু বাজবে না
ছুটবে শুধু পালকীর 'হেইয়ো' আর রিকশার টুংটাং
যে অমানিশার কালো রাতে পূর্ণিমার আলো দেবে পঞ্চমীর চাঁদ
তেমন একটা দুষ্প্রাপ্য দিবসেও বলবো-
কোনদিনই ভালোবাসিনি তো তোমায়!
আসলে সবই ছিল আমার 'নিখুঁত অভিনয়'।