মাথার উপর জেঁকে বসেছে নানান রকম বোঝা,
এত বছরেও হোল না আমার,কোমর খানি সোজা।
নিজের পায়ে হাঁটতে গিয়ে খাচ্ছি আমি উষ্ঠা,
মাথা ভর্তি বোঝা নিয়ে আমি,আজ সমাজের বিষ্ঠা।
চলতে পথে কেউবা যদি হাত খানিটা ধরে,
তাইনা দেখে অন্যরা সব চোখের ব্যথায় মরে।
শত জনে মিলে গড়ে ফেলে বিরোধিতার জোট,
বোঝার চাপে নড়ছে না শরীর,নড়ছে শুধু ঠোঁট।
মুখে উচ্চারিত আমার কথা পৌছে কি না কানে?
অন্যরা সব ব্যস্ত সবাই আপন উদযাপনে।
চলতে আমার এই না পথে কেউ নাই আর সঙ্গে,
শক্তি জোগায় বোঝা বাওয়ার আমার সারা অঙ্গে।
নিজের বোঝা নিজেই বাইয়ে হব আমি বলীয়ান,
সমাজের শত বাঁধা ঠেলে আমায় হতে হবে সফলকাম।