আমার বলে নাই তো কিছু
আমি নয় তো কারো,
আল্লাহ তুমি, দোহাই তোমার
এখন, আমায় নিতে পারো।
আমার জন্য কাঁদবে না কেউ
বাধবে না কোনো কাজ,
জীবন আমার পূর্ণ হবে
মৃত্যু হলে আজ।
মৃত্যু আমার অনেকের মুখে
ফুটাবে হয়তো হাসি,
ল্যাঠা বেশ, চুটে গেছে সব
বাজবে সানাই বাঁশি।
সানাইয়ের সুরে মন খুশিতে
উঠবে তুমি নেচে,
অন্যের হয়ে চলে যাবে তুমি
নতুন বধুর বেশে।