আমি সে কালের রবি ঠাকুর বা নজরুল নয় যে,
তোমায় নিয়ে লিখব সুন্দর কোন গান কিংবা কবিতা।
কিংবা আমি একালের নির্মললেন্দু গুন ও নয় যে,
তোমায় নিয়ে লেখা কবিতার মাধ্যমে দেব তোমারই শরীরের বর্ণনা।
তবে আমি এ কালের সামান্য একজন প্রেমিক মাত্র... যে তোমাকে ভালবাসে।
আমি হয়ত তোমাকে নিয়ে গান কবিতা কিছুই লিখতে পারবোনা,
তবে আমি তোমাকে নিয়ে লিখতে পারি একটি গল্প।
তোমার আমার ভালোবাসার গল্প, ভালোলাগার গল্প।
হয়তো আমি রবি ঠাকুরের মত দেশ-বিদেশে সুন্দরী খুঁজতে যাইনি,
কেননা আমি তোমার চেয়ে সুন্দর কিছু দেখিনি এই পৃথিবীতে।
কিংবা আমি নির্মললেন্দু গুন এর মত তোমার শরীরের ভাঁজ খুঁজতে যায়নি
কেননা আমি পেয়েছিলাম তোমার শরীরের গন্ধ।
তোমার সেই গন্ধ পেয়েই বলে দিতে পারতাম এই পথ ধরেই তুমি হেঁটেছ ।
আমি হয়তো রবি ঠাকুরের মত তোমাকে হিয়ার মাঝে লুকিয়ে রাখিনি
যদি তাহার মত আমিও তোমাকে দেখতে না পায়
কিন্তু আমি তোমাকে আমার হৃদয় এর মাঝে পুশে রেখেছি।
স্বপনে জাগরণে আমি তোমাকে দেখতে পাই ।
আমি তোমার কাছ থেকে সুনীল গঙ্গোপাধ্যায় এর মত,
দুআঙুলের এক চিমটে ভালবাসা চাইনি।
আমি তোমার কাছ থেকে চেয়েছি প্রশান্ত মহাসাগরের জলের সমান ভালবাসা।