ও হে ভাই করোনা, আমায় কেন ধরো না?
দোহাই এবার আমায় তুমি ধরো,
আমার প্রাণের বিনিময়ে এই দেশটাকে তো ছাড়ো।
আমার দেশের কোটি মানুষ বদ্ধ ঘরের কুঠিরে
খাওয়ার বিনে লক্ষ প্রাণ আজ পায় না খেতে এক প্রহরে।
গাড়ীর চাকা, কলের চাকা বন্ধ হয়ে রয়েছে পড়ে
কেউ না জানে কখন কবে সকল চাকায় আবার ঘোরে!
চাকার সাথে ভাগ্য জোড়া, সকল মুখ ই মাকসে মোড়া
পাশ দিয়ে কে যায় যে হেঁটে, যায় নাকো তা চেনা
কিনতে ভয়ে মাকস, স্যানিটাইজার বাড়ছে ঘরে দেনা।
নতুন দিনে বাড়ছে প্রকোপ, অন্তর জুড়ে তোমার ভয়
আজ দিনটা কাটলো ভালোই, না জানি কাল কি যে হয়!
বাড়ছো তুমি, বাড়ছে ক্ষুধা, অন্তর জুড়ে হাহাকার
তোমার আঘাত বসলে পরে, কে যে আমি, আমি কার।
বাবা মা ভাই প্রাণের সখা ও, আসছে না কাছে তোমার ভয়
তোমার আঘাত সমাজ থেকে, মানবতা কেও করছে ক্ষয়।
ও হে ভাই করোনা এবার তুমি সরো না
স্থবির এই পৃথিবী টাকে আবার সচল করো না।