শুধু একটি বার তোমায় দেখব বলে
আমি হেঁটেছি কতটা পথ তোমারই পথে
মাড়িয়ে গিয়েছি কত রোদ,বৃষ্টি, ঝড়
কিংবা কুয়াশা ঢাকা শীতের ভোর।
শুধু একটি বার তোমায় দেখব বলে।
হয়নি দেখা, তবুও ছাড়িনি হাল
হয়ত আমি আর হাঁটি না তোমার সে পথে।
অথবা মাড়ায় না কোন পথ রোদ, বৃষ্টি, ঝড়ে
কুয়াশা ঢাকা কোন ভোর,
কিংবা দাঁড়ায় না কোন রাস্তার মোড়ে।
কিন্তু এখন আমি জেগে থাকি রাতের পরে রাত
বুনে যায় হাজারো স্বপ্ন যত......
শুধু একটি বার, শুধু একটি বার তোমায় দেখব বলে।
দেখা কি দেবে না তুমি, কোন দিন আমারই হয়ে?
নাই বা দিলে দেখা, আমার কিছুই যাবেনা বয়ে
ভাবছো কেন ? ভালোবাসি তোমায়।