তুমি না জন্মালে জন্মাতো না বাংলা,
জন্মাতো না বাঙালী।
তুমি ছিলে তাই এখন আমরা
স্বাধীন বাংলার স্বাধীন বাঙালী।
আলোর মশাল হাতে নিয়ে তুমি
এলে এই বাংলা ভূমে,
তখন বাংলা ঘুমিয়েছিল
পরাধীনতার ঘুমে।
তোমার কণ্ঠেই ভাঙিল ঘুম
বাংলা ও বাঙ্গালীর,
স্বাধীনতা তখন বাঙালী মনে
জমাট বাঁধা ক্ষীর।
তুমি কবি হয়ে গাইলে যখন
স্বপ্ন জাগানিয়া গান,
বাংলা তথা বাঙ্গালীর বুকে উদিত হল
স্বাধীনতার বান।
তোমার কথায় দিল বাঙালী
ত্রিশ লক্ষ্য প্রাণ
নয় মাসের এক যুদ্ধে এলো
স্বাধীন জাতির মান।
লক্ষ্য মা আর বোনের দানে
পেলাম স্বাধীনতা
তুমি এখন স্বাধীন বাংলার
জাতির জনক পিতা।