শৈশব হারিয়ে গেছে
সময়ের মাঝে,
কতো স্মৃতি পড়ে আছে
অতীতের কাছে।
দুরন্ত দিনগুলি
হাতরে নাহি পাই,
আজিকার সময় গুলি
কোথায় যে চলে যাই!
বুঝতে পারিনা তো
সময়ের কিছু
তবুও ছুটে চলি
সময়ের পিছু,
হঠাৎ সময় যখন
থমকে দাঁড়ায়
অতীত কে ধরতে
হাতটি বাড়ায়।
স্মৃতিগুলো ফিরে এসে
খেলে যখন মন
বর্তমান দ্বারে বাজায়
বেইল ঠন ঠন।
সচকিত ফিরে পাই
সময়ের টানে
জীবনটা ভেসে গেছে
জোয়ারের বানে
জোয়ার এখন শুধু
নয় তো পানির,
জোয়ার এখন শুধু
অর্থ কড়ি আর পদ-পদবির।
সমাজও ডুবে গেছে
ক্ষমতার নিচে,
লোভ আর লালসায়
মানবিকতাও গেছে পঁচে।
এ সমাজ নেই তো আর
আগেরই মতো
ঘরে পরে মিলেছিল
বন্ধন যত।
এখন সময় চলে
আলোকে ধরে
সময়ের সাথে চলো
যেও নাকো পড়ে,
পরে গেলে তোমাকে
তুলবে না কেউ
তোমার উপরে উঠবে
মানুষ স্রোতের ঢেউ।
পায়ের তলায় পড়ে
তুমি হবে শেষ,
সময়ের সাথে জীবন
এই তো বেশ।