খুব ইচ্ছে ছিলো তুমি আমি দুজন মিলে
হাতে হাত রেখে পাড়ি দেবো শত বছরের দূরত্ব,
তোমার আমার আত্মা বাঁধা ছিলো আজানা সুতোর বাঁধনে।
স্বার্থের দ্বন্দ্বে সে সুতো কেটে ছিন্ন হয়েছে সরল রেখার পথ
বাঁকা পথে চলে আজ দুজনে এসে দাঁড়িয়েছি প্রতিপক্ষ হয়ে
স্মৃতির গল্পগুলোও লাল মলাটে বন্দি,
স্বপ্নের চোখেও পরেছে ধুলোর আস্তরণ।
পরতে পরতে জমতে থাকা ধুলোর ভেতর থেকে
জেগে উঠবে কালো গোলাপের গাছ,
সে গেলাপে মিশে থাকবে
স্বার্থের দ্বন্দ্বে পরাজিত পচে গলে যাওয়া ভালোবাসার সৌরভ।
জানতো, কলো রং কখনো ভ্রমরকে আকৃষ্ট করেনা
ছিন্নমূলে বেঁচে থাকে কূলটাকে হারিয়ে।
ধরণীর তপ্ত রোদ গায়ে মেখে রঙটাকে বাড়িয়ে
কালো গোলাপ ঝরে যাবে নিভৃতে।