মন পাখী
তুই আর একটি বার আয় না ফিরে!
কতদিন হয়ে গেল তোকে আর দেখি না,
তুই আর একটি বার আয় না ফিরে!
মুখখানি তোর দেখি,পরাণ জুড়ে দেখি।


মন পাখী
তুই আর একটি বার আয় না ফিরে!
আমার মনের মধ্যে আছে অনেক ব্যথা জমা,
তুই আর একটি বার আয় না ফিরে!
তোকে জড়িয়ে ধরে আমি কাঁদতে চাই,
দূর করতে চাই আমার মনে জমা যত দুঃখ কষ্ট।

মন পাখী
তুই আর একটি বার আয় না ফিরে!
কত দিন হয়ে গেল আমি আর আকাশ দেখিনা,
তুই আর একটি বার আয় না ফিরে!
আমি তোর কোলে মাথা রেখে ঐ আকাশ দেখতে চাই,
পূর্ণিমার চাঁদের আলো গায়ে মেখে,
দুজন মিলে গুনবো ঐ আকাশের তারা গুলো।


মন পাখী
তুই আর একটি বার আয় না ফিরে!
কত দিন হয়ে গেলো আমি আর সাগর দেখিনা,
তুই আর একটি বার আয় না ফিরে!
সাগরের নীল জল মুঠোয় ভরে মাখি আমাদের শরীরে,
সমুদ্র তীরে গোধূলির রঙ মেখে হই লুটোপুটি।


মন পাখী
তুই আর একটি বার আয় না ফিরে!
কতদিন হয়ে গেল আমি পাহাড় ছুয় না,
তুই আর একটি বার আয় না ফিরে!
আমি তোকে ডানায় চেপে উঠতে চাই ঐ পাহাড় চূড়ায়,
আমি যেতে চায় বিধাতার আরও কাছে।
চিৎকার করে বলতে চাই, আমি ভালবাসি তোকেই।


মন পাখী
তুই আর একটি বার আয় না ফিরে!
তুই ছাড়া যে আমার ঘরে আমাবস্যার কালো।
তোরই মাঝে লুকিয়ে আছে আমার জীবন প্রদীব আলো,
তোকে নিয়ে কাটুক আমার সারাটা জীবন ভালো।  


মন পাখী
তুই আর একটি বার আয় না ফিরে!
আমি তোর কাছে নিজেকে সমর্পন করতে চাই,
আমি হারিয়ে যেতে চাই তোরই মাঝে,
আমি মিশে যেতে চাই এই পৃথিবীর অভ্যন্তরে সঙ্গে নিয়ে তোকে।


মন পাখী
তুই আর একটি বার আয় না ফিরে!
তোকে আজও যে বড় বেশি ভালবাসি।