অবহেলায় কাটছে দিন,
আর কাটছে সারা রাত
ঘুমিয়ে কাটছে দিনটা তাহার,
না ঘুমিয়ে রাত।
সকালের খওয়ার দুপুর বেলা,
রাত্রির টা হয় ভোরের বেলা
ভাত দিয়ে হয় উদরপূর্তি,
শুয়ে থাকে যেন অমর মূর্তি।
গোসল করার হয় না সময়,
সপ্তাহান্তে দুই তিন বার
লেখা পড়া সব বাক্স বন্দী,
বিছানার সাথেই তাহার সন্ধি।
ঘুমের মাঝে আঁটে ফন্দী,
সুন্দরী কে করবে বন্দী।
তাকে নিয়ে গড়বে সে
স্বপ্ন সুখের ঘর
অবহেলায় হচ্ছে তাহার
সকল কিছু পর।
সময়ের কাজ সময়ে কর,
করিস না যেন হেলা
ঘুম ভাঙিলে দেখবি হয়তো,
তখন নাই আর বেলা।
জীবন নিয়েই বাধবে তখন
নানান রঙের খেলা।
ডোবা চরে বেঁধে যাবে
স্বপ্ন নামের ভেলা।