আজ মনে ইচ্ছে করছে নিজের শরীর থেকে
হাত, পা, নাক, কান, চোখ ও ঠোঁট গুলো কেটে ফেলি।
কোন একদিন এই শরীরেই মিশেছিল তোমার শরীর।
তোমার হাতের পাঁচটি আঙ্গুলে স্থান পেয়েছিল
আমার হাতের পাঁচটি আঙ্গুল।
আর তোমার উষ্ণ দুটি ঠোঁট খুঁজে নিয়েছিল
আমার দুটি ঠোঁট, চোখ, কান, গলা।
তোমার শরীরের প্রতিটি কণায়
ফটোকপির মত মিশেছিল আমার শরীরে।
যে শরীর ছিল আমার মনের মত পূত-পবিত্র।
কিন্তু আজ তোমার সেই শরীর এক অপবিত্র শরীর।
কেননা তোমার শরীরেই মিশেছে এক অপবিত্রতার বিষ।
যা তোমাকে ও তোমার শরীরকে করেছে এক অপবিত্র শরীর।
আর তোমার শরীরের এই অপবিত্রতার কথা শুনেই,
আমার শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গ স্বেচ্ছায় দিতে চাই আত্মাহুতি।