আজ তোমার পথ চলার খবরে,
নিজেকে বড় নিঃস্ব মনে হচ্ছে।
নিজের অজান্তে হৃদয় কোণে জমা হচ্ছে এক রাশি মেঘ।
এই মেঘ তোমার পথ চলার আনন্দের বন্যা বয়ে দেয়ার মেঘ নয়!
এই মেঘ রাশিমালা অপরাধের।
হয়তো আমারই জন্য তোমার এই হাঁটতে শেখা,
হয়তো আমারই জন্য তোমার এই পথ চলা,
অথবা শুধুই কি আমার জন্য,তোমার এই পথ চলা?
তুমি কি ছিলেনা আগেও এই পথের পথিক?
হয়তো বা অথবা না।
আজ কোন কিছু জানতে চাই না,বুঝতে চাই না,
চাই না কোন কিছু বিচার করতে।
বিচার তো শুধুই আমার,আমারই।
কেন চললে তুমি এই পথে?
এ পথ নিশীথ অন্ধকারের পথ।
যে পথে তোমারই জন্য অপেক্ষা করছে,
তোমার শরীর ও মাংসের স্বাদ পাওয়া
ভয়ানক ক্ষুধার্ত এক মানুশখেকো।
ফিরে আসো তুমি,ফিরে আসো।
ফিরে আসো তুমি পূর্বের পথে,যে পথ তুমি মারিয়ে গিয়াছো।
আমারই জন্য কি তোমার এই পথ চলা ? হ্যাঁ অথবা না।