আমি বনে ফোটা বনফুল
কখনও হই না কারও কানের দুল,
আমার নেই তো কোন গন্ধ
তাতেই আমার মুখটিও দেখা বন্ধ।
আমায় ছুঁলে জাত চলে যায়,
হাত,পা কিংবা গা জ্বলে যায়।
রঙটা আমার ভালই আছে,
মধুর নেশায় ভ্রমর কাছে আসে।
পাই না যখন মধু খুঁটে,
ভ্রমর তখন যায় যে ছুটে।
ব্যথায় কাটে রাত ও দিন,
কদিন পরেই রংটা বিলীন।
আমি পড়েরই অন্ধকারে
বন বাদারী ঝোপের ধারে।