মাঠ পেরিয়ে,ঘাট পেরিয়ে ছুটে চলেছে গাড়ী
সেই গাড়ীতে চড়েই আমার, মন ছুটেছে বাড়ি।
বাড়িটা আমার ছোট্ট রে-ভাই বাবুই পাখির বাসা,
ছোট্ট হলেও বাড়িটা আমার ভালবাসায় ঠাসা।
কোন কিছুরি নেইতো অভাব সুখে থাকার জন্য,
বাবা-মা,ভাই-বোনরা সবাই আমার যে বড় ধন্য।
আমার জীবন ধরব বাজী তাই সকলের জন্য।
ইচ্ছে মনে রাখব তাদের মাথার উপর তুলে,
সুখের প্রদীপ টাকেও দেব সকল কিছু ভুলে।
আল্লাহ্‌ যদি সহায় থাকেন তবেই হবে পূর্ণ,
সামনে যতই আসুক বাধা সব করব চূর্ণ।